দেশজুড়ে

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত

কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা (৩০) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা ও গুলির খোসা উদ্ধার করেছে।রোববার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশের চার সদস্য আহত হন। নিহত কুলু মোল্লা সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা।  কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, পুলিশ গোপন সূত্রে জানতে পারে, জেএমবির কয়েকজন সদস্য উপজেলার কবুরহাট এলাকায় সোবাহান শেখের ধানের চাতালের পেছনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ করে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তি জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা।বন্দুকযুদ্ধে পুলিশের উপপরিদর্শক (এসআই) হালিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদ ও আনোয়ারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।## JMB leader killed in Kushtia ‘gunfight’আল-মামুন সাগর/এফএ/এমএস