ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ২নং কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।তবে কেন্দ্রের রিটার্নিং অফিসার সফিকুল হক জানান, কেন্দ্রের ভেতরে সংঘর্ষ হয়নি। বাইরে কী হয়েছে সেটা তারা জানেন না। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, ভোলা সদরের বাপ্তা ও ধনিয়া ইউনিয়ন ও দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ইউপি সদস্য নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।অমিতাভ অপু/এফএ/এমএস