সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান সিমেন্ট কারখানায় চুনা পাথর ঢুকানোর সময় আন্ডারগ্রাউন্ড জিমে পড়ে গিয়ে হৃদয় (১৬) নামে এক শ্রমিক নিহত ও অপর এক শ্রমিক আহত হয়েছেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও আমান সিমেন্ট কারখানায় ভাঙচুর করেছে। সোমবার সকাল ১০টার দিকে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত হৃদয় উল্লাপাড়া আরএস এলাকার গাড়লগাঁতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং আহত ফজর আলী (৪৫) শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, চুনা পাথর ঢুকানোর সময় আন্ডারগ্রাউন্ড জিমের ভেতরে পা ফসকে পড়ে যায় শ্রমিক হৃদয়। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসে অপর শ্রমিক ফজর আলী। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হলেও অন্যান্য শ্রমিকরা ফজর আলীকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফজর আলীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে নিহত হৃদয়কে উদ্ধার করে। অপরদিকে শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা আমান সিমেন্ট কারখানা অবরুদ্ধ করে এবং ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এফএ/এমএস