সমর্থিত ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেওয়ার অভিযোগ এনে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোরশেদ আলী নির্বাচন বর্জন করেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলার কেরালকাতা বালিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাপস কুমার দাস ও উপস্থিত সাংবাদিকের সামনে তিনি এ ঘোষণা দেন। এদিকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে দেবহাটা উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিন্নুরসহ দুইজনকে আটক করেছে র্যাব। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে দেবহাটা উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিন্নুর ও যুবলীগকর্মী আব্দুল কাদেরকে হাতেনাতে আটক করা হয়। বেলা ১১টায় দেবহাটার খেজুর বুনিয়া কেন্দ্র এলাকার নৌকা প্রতীকের অফিস থেকে তাদের আটক করা হয়।দেবহাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মহিউদ্দিন জাগো নিউজকে জানান, ভোট কেনার সময় এক যুবককে আটক করা হয়েছে। আকরামুল ইসলাম/এফএ/আরআইপি