মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের বারোইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আবার ভোট স্থগিত করার দাবি জানিয়েছেন সতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) আনারস প্রতীকের কুতুব উল্লাহ হোসেন কুটি। নির্বাচন কমিশনার বরাবর লিখিত ফ্যাক্স বার্তায় কুতুব উল্লাহ হোসেন এ দাবি জানান।এসময় তিনি অভিযোগ করে জানান, নৌকার কর্মী সমর্থকরা প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে ভোটারদের বাধ্য করে। এছাড়া নির্বাচনী এলাকার মাঝিপাড়া, বিশ্বাস পাড়া, শেখ পাড়া, মুন্সি পাড়া, লস্কর পাড়া, মোল্যা পাড়া, পশ্চিম পাড়া, কারিগর পাড়াসহ আশপাশ এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়। এসব কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চরমভাবে ব্যাহত হয়েছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে এ কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতায়ের কারণে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।আরাফাত হোসেন/এফএ/আরআইপি