দেশজুড়ে

ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেলসহ যুবক আটক

শরীয়তপুর জেলার কুচাইপট্টি ইউনিয়নে নির্বাচন চলাকালীন ৩নং সেন্টার কুচাইপট্টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে  চারটি তাজা ককটেলসহ নুরু গাজি (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনার আতঙ্কে কেন্দ্রটি ভোটারশূন্য হয়ে পড়েছে।৪৯নং ইউনিটের বিজিবি কমান্ডার শরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুচাইপট্টি ইউনিয়নের ৩নং সেন্টার  কুচাইপট্টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পাশে চারটি তাজা ককটেল উদ্ধারসহ নুরু গাজি নামে একজনকে আটক করা হয়েছে।ছগির হোসেন/এফএ/এমএস