দেশজুড়ে

বেগমগঞ্জে বিএনপির প্রার্থীর ভোট বর্জন

জাল ভোট ও কেন্দ্র দখলসহ নানা অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী নুর নবী চৌধুরী ভোট বর্জন করেছেন।বেলা সোয়া ১২টার সময় স্থানীয় জমিদারহাট বাজারে দলীয় নেতা-কর্মীসহ বিক্ষোভ সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।এদিকে সকাল থেকে জেলার ৮ উপজেলার ৪৮টি ইউনিয়নের ১২৮টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ সকাল থেকে শুরু হয়। সকাল থেকে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি ছিল দেখার মতো। তবে বেশ কয়েকটি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার পদের প্রার্থী ও সমর্থকেরা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকার কারণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ভোটের আগের দিন রাতে সেনাবাগ উপজেলার নবীপুর ইউনিয়েনর নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জোরপূর্বক ব্যালটে সিল মারার কারণে সকাল ৮টায় ভোটগ্রহণের আগে তা স্থগিত করা হয়।নলদিয়া কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত আবুল কালাম আজাদ জানান, নলদিয়া কেন্দ্র্র জাল ভোট ও কেন্দ্র দখলের কারণে ভোট স্থগিত করা হয়েছে। এ নিয়ে বেগমগঞ্জ রসুল বিএনপির প্রার্থী ভোট বর্জন করে। মিজানুর রহমান/এএম/আরআইপি