দেশজুড়ে

বেলকুচিতে বিদেশি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল বটতলা ব্রিজ এলাকা থেকে মোতালেব হোসেন খান (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। সোমবার ভোরে বেলকুচি উপজেলার মাইঝাইল-রান্ধুনীবাড়ি আঞ্চলিক সড়কের বটতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোতালেব হোসেন খান কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সুজাবত আলী খানের ছেলে।সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানি (র‌্যাব-১২) সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম।তিনি জানান, মোতালেব হোসেন খান দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। তিনি এলাকার একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন মাইঝাইল-রান্ধুনীবাড়ি আঞ্চলিক সড়কের বটতলা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোতালেব হোসেন খানকে ১টি বিদেশি রিভলবারসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার মালামাল ও গ্রেফতার আসামির বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে। এএম/পিআর