সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল বটতলা ব্রিজ এলাকা থেকে মোতালেব হোসেন খান (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। সোমবার ভোরে বেলকুচি উপজেলার মাইঝাইল-রান্ধুনীবাড়ি আঞ্চলিক সড়কের বটতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোতালেব হোসেন খান কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সুজাবত আলী খানের ছেলে।সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানি (র্যাব-১২) সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম।তিনি জানান, মোতালেব হোসেন খান দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। তিনি এলাকার একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন মাইঝাইল-রান্ধুনীবাড়ি আঞ্চলিক সড়কের বটতলা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোতালেব হোসেন খানকে ১টি বিদেশি রিভলবারসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার মালামাল ও গ্রেফতার আসামির বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে। এএম/পিআর