দেশজুড়ে

লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থীকে মারধর : আটক ৮

প্রার্থীর ওপর হামলা, কেন্দ্র দখল, জাল ভোট, এজেন্টদের মারধর ও বিএনপির দুই প্রার্থীসহ ৬ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে স্থগিত ৮টি ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে। জাল ভোট ও অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে আটজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার সকাল ১০টায় ভোট চলাকালে কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বিএনপি প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলী আহম্মদ ও তার স্ত্রী রাবেয়া বেগমের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন।আহত আলী আহম্মদ জানান, দারুল উলুম মাদরাসা কেন্দ্রে নিজের ভোট দিতে গেলে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ আলী লোকজন নিয়ে তাকে এবং তার স্ত্রীকে মারধর করে। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারেননি। এসময় তার প্রধান এজেন্ট নুরনবীকেও পিটিয়ে আহত করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।চরলরেন্স ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বলেন, সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের প্রতিনিধি আনোয়ারুল হকসহ বহিরাগত সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে অস্ত্র নিয়ে ভোটকেন্দ্র দখল করে। সবকটি কেন্দ্র থেকে এজেন্টদের মারধর ও বের করে দিয়ে ভোট ডাকাতি করে। এসব অনিয়মের বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় তিনি ভোট বর্জন করেন। ব্যাপক অনিয়ম ও প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।একই অভিযোগে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম হাওলাদার (আনারস) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোসলে উদ্দিন (হাতপাখা) ভোট বর্জন করেন। এদিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চর মার্টিন ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী হামলায় আহত আলী আহম্মদ। একই সময় ভোট বর্জন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুসলিম উদ্দিন নূরী (হাতপাখা) ও স্বতন্ত্র মো. জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল)। ভোট চলাকালে দক্ষিণ-পূর্ব চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা ও বিশৃঙ্খলার দায়ে দুই ইউপি সদস্য প্রার্থীসহ পাঁচজনকে আটক করে পুলিশ। একইসময় চর মার্টিন ইউনিয়নের দারুল উলুম মাদরাসা কেন্দ্রে ভোটারদের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট দেয়ার সময় আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট মেজবাহ উদ্দিনকে আটক করে পুলিশ। অন্যদিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের পশ্চিম কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অনিয়মের দায়ে দুজনকে আটক করা হয়।কাজল কায়েস/এআরএ/পিআর