দেশজুড়ে

পাবনার আর আতাইকুলা ইউপিতে আ.লীগ প্রার্থী বিজয়ী

পাবনার আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিরাজুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির সেলিম খান। নির্বাচনে মিরাজুল পেয়েছেন ১৪ হাজার ৪৮০ ভোট এবং সেলিম খান পেয়েছেন এক হাজার ৯৪৬ ভোট। এদিকে নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, ভোটাদের ভোটদানে বাধা দেয়া ও মারপিটের অভিযোগে বিএনপি প্রার্থী ভোট বর্জন করেন। সেলিম খান অভিযোগ করেন, সরকার দলীয় প্রার্থী মিরাজুল ইসলাম বিশ্বাস ও তার ক্যাডার বাহিনী ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের মারপিট এবং প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেয়। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দেয়া হয়েছে। প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় ৯টি ভোটকেন্দ্রই দখল করে নেয়া হয়। প্রশাসনের কাছে এ ব্যাপারে প্রতিকার চেয়েও কোনো ফল পাওয়া যায়নি। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি জানান, নির্বাচন সুষ্ঠু করতে ইউনিয়নে এক প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাব, পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।প্রসঙ্গত, আর-আতাইকুলা (রঘুনাথপুর-আতাইকুলা) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ কোরবান আলী বিশ্বাসের মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী চেয়ারম্যান প্রয়াত কোরবান আলীর ছেলে।আখতারুজ্জামান আখতার/এমএএস/এবিএস