ঝালকাঠি জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদ্য বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন আনুকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। রোববার বিকেলে কমিটি অনুমোদন করে পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষর দিয়েছেন বলে সোমবার সন্ধ্যায় জানিয়েছেন নবগঠিত কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু। সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও তৃণমূল নেতা মো. ইউনুচ হাওলাদার বলেন, সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব এসেছে। এতে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন শক্তিশালী হবে। মো. আতিকুর রহমান/এএম/পিআর