লালমনিরহাটের ৫৯ টি বিলুপ্ত ছিটমহলের অন্তর্ভুক্ত তিনটি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের ৬, বিএনপি ১ আ.লীগ বিদ্রোহী ১ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিএনবি প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী (ধানের শীষ) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। হাতীবান্ধা উপজেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম সাবু (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। পাটগ্রাম উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওহাব প্রধান (নৌকা), জগতবেড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবিবর রহমান (নৌকা), কুচলিবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হামিদুল হক (নৌকা), জোংড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফ আলী (নৌকা), শ্রীরামপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাইদ নেয়াজ নিশাত (আনারস) প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।রবিউল ইসলাম/এআরএ/এবিএস