হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শংকরসেনা গ্রামের সামছুল হক (৩৫) ও কায়স্থ গ্রামের মাসুক মিয়া (৪০)। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জানান, ভোরে একদল লোক ওই এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটতে যায়। এ সময় তারা পাহাড়ের নিচের অংশের মাটি কাটলে উপরের অংশ ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। পাহাড় কাটার ঘটনার সঙ্গে জড়িতদের দুই থেকে তিনজন সহযোগী পালিয়ে গেছে। তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে পুলিশ। নিয়মানুযায়ী পরিবেশ অধিদফতর এ ব্যাপারে মামলা করবে বলেও তিনি জানান।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর