দেশজুড়ে

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারাই নাসিরনগরের তাণ্ডবের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগরে হামলার শিকার মন্দির ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে এসে স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দলীয় নির্দেশনা থাকে হিন্দু সম্প্রদায়েরর লোকজন যেন নির্বিঘ্নে পূজা করতে পারেন। আর সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মন্দির পাহারা দেন। সম্প্রতি দুর্গাপূজার সময়ও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্দির-মূর্তি পাহারা দিয়েছেন।তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের মন্দির পুনঃনির্মাণসহ সব ধরণের সহযোগিতা দেয়া হবে। এছাড়া যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এর আগে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আসে নাসিরনগর উপজেলা সদরে। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, কার্য নির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু ও মারুফা আক্তার পপি। এসময় প্রতিনিধি দলের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।আজিজুল সঞ্চয়/এফএ/পিআর