মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার মহলাল নামক স্থানে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, বড় ভাই মো. আজাদ মিয়া (৩৫) এবং ছোট ভাই আলম মিয়া (২৫)। তাদের বাড়ি মৌলভীবাজার প্রেমনগর চা বাগানে। একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে রাজনগরের মহলাল এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এসময় আরো তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। নিহত ৩ জনই অটোরিকশার যাত্রী। রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এআরএ/এবিএস