জাতীয়

শাহজালালে রিয়াল ও স্বর্ণের বারসহ আটক ২

শাহজালাল বিমানবন্দরে ১১ হাজার ১শ ১০ সৌদি রিয়াল, ৭টি স্বর্ণের বার ও ৫টি মোবাইলসেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র‌্যাব-১ এর সিনিয়র এএসপি কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, কবির হোসেন ও আবুল কালাম।কামরুল হাসান জাগোনিউজকে জানান, আটকৃতরা বিকেলে বিমানবন্দরে অবতরণ করেন। তাদের কাছে সোনা ও সৌদি রিয়াল রয়েছে জানতে পেরে অভিযান চালায় র‌্যাব-১। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ৫টি মোবাইলসেট ও ১১ হাজার এক শ’ ১০ সৌদি রিয়াল ও ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ওজনে প্রায় ৬ শ ২৫ গ্রাম। জিজ্ঞাসাবাদের পর তাদের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।জেইউ/এএইচ/পিআর