দেশজুড়ে

হাতিয়ায় শিক্ষার্থীদের উপর শিক্ষক পরিবারের হামলা

জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের এগনি বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে ব্রিজ নির্মাণের প্রতিবাদ করায় ছাত্রীদের উপর হামলা চালিয়েছে ওই স্কুলেরই সহকারী শিক্ষক সাহাদাৎ হোসেন ও তার লোকজন।এসময় ১৪ জন ছাত্রী আহত হয়েছেন। আহত ১৪ জনের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রী রেহানা বেগম ও জান্নাত বেগমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ১২ জনকে স্থানীয় সাগরিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত রোববার এ ঘটনা ঘটেছে।জানা গেছে, এ গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাদাৎ হোসেনের বাড়ি বিদ্যালয়ের লাগোয়া পিছনে হওয়ায় তিনি ও অন্যান্য ১০-১২টি পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ব্রিজ ও মাঠ ব্যবহার করে যাতায়াত করছেন। হঠাৎ গত শনিবার গভীর রাতে বিদ্যালয়ের দক্ষিণ সীমানায় অপর একটি ব্রিজ নির্মাণ করে মাঠের দক্ষিণাংশের ৭-৮ ফুট জায়গা দখল করে ভিন্ন একটি পথ তৈরি করেন তারা। পরদিন সকালে অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা নির্মিত ব্রিজ ভেঙে দেওয়ার চেষ্টা করলে সাহাদাৎ হোসেন, তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন নাহার খুকী, তার দুই বোন বিউটি ও লিপি অবুঝ ছাত্রীদের উপর দা, বটি ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। এসময় ১৪ জন ছাত্রী রক্তাক্ত হয়। ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা পরক্ষণেই ওই শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিষয়টি মোবাইলে উপজেলা চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানালে তাদের আশ্বাসে ছাত্রীরা রাস্তায় আন্দোলন ছেড়ে বিদ্যালয়ে ফিরে আসে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এমএএস/এবিএস