জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের এগনি বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে ব্রিজ নির্মাণের প্রতিবাদ করায় ছাত্রীদের উপর হামলা চালিয়েছে ওই স্কুলেরই সহকারী শিক্ষক সাহাদাৎ হোসেন ও তার লোকজন।এসময় ১৪ জন ছাত্রী আহত হয়েছেন। আহত ১৪ জনের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রী রেহানা বেগম ও জান্নাত বেগমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ১২ জনকে স্থানীয় সাগরিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত রোববার এ ঘটনা ঘটেছে।জানা গেছে, এ গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাদাৎ হোসেনের বাড়ি বিদ্যালয়ের লাগোয়া পিছনে হওয়ায় তিনি ও অন্যান্য ১০-১২টি পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ব্রিজ ও মাঠ ব্যবহার করে যাতায়াত করছেন। হঠাৎ গত শনিবার গভীর রাতে বিদ্যালয়ের দক্ষিণ সীমানায় অপর একটি ব্রিজ নির্মাণ করে মাঠের দক্ষিণাংশের ৭-৮ ফুট জায়গা দখল করে ভিন্ন একটি পথ তৈরি করেন তারা। পরদিন সকালে অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা নির্মিত ব্রিজ ভেঙে দেওয়ার চেষ্টা করলে সাহাদাৎ হোসেন, তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন নাহার খুকী, তার দুই বোন বিউটি ও লিপি অবুঝ ছাত্রীদের উপর দা, বটি ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। এসময় ১৪ জন ছাত্রী রক্তাক্ত হয়। ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা পরক্ষণেই ওই শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিষয়টি মোবাইলে উপজেলা চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানালে তাদের আশ্বাসে ছাত্রীরা রাস্তায় আন্দোলন ছেড়ে বিদ্যালয়ে ফিরে আসে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এমএএস/এবিএস