সাতক্ষীরায় জেলাব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ২১ জন, কলারোয়া থানার ৪ জন, তালা থানার দুইজন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার তিনজন, আশাশুনি থানার তিনজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার দুইজন আসামি রয়েছে। গ্রেফতাররা বিভিন্ন মামলার আসামী। তাদের আদালতে পাঠানো হবে।আকরামুল ইসলাম/এফএ/পিআর