দেশজুড়ে

কলেজের গাছ কাটতে গিয়ে পিয়ন নিহত

ভোলার বাংলাবাজার হালিমা খাতুন মহিলা কলেজের গাছের ডাল কাটানোর সময় ওই কলেজের পিয়ন মো. দুলাল (২৪) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুলালের মৃত্যু হয়। তার মৃত্যৃতে বুধবার সকলে কলেজ প্রাঙ্গণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক বিপ্লব পাল জানান, কলেজ ভবনের পাশে রেইনট্রি গাছের ডাল কাটানোর সময় একটি ডাল মাটিতে পড়ে ছিটকে গিয়ে পাশে দাঁড়ানো দুলালের বুকে ও মাথায় আঘাত লাগে। এসময় তাকে দ্রুত প্রথমে ভোলা হাসপাতাল ও পরে বরিশালে রেফার করা হয়। অমিতাভ অপু/এফএ/পিআর