ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পরিবেশ সাংবাদিকরাই অস্বাভাবিক করে তুলছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. মো. ছায়েদুল হক। বুধবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার ডাকবাংলোতে মন্ত্রীর কাছে বর্তমান পরাস্থিতির কথা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।এসময় মন্ত্রী বলেন, নাসিরনগরের পরিস্থিতি স্বাভাবিক, আপনারা অস্বাভাবিক করে তুলছেন। আমি সার্বক্ষণিক এলাকার সব খোঁজ-খবর রেখেছি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের কেউ অনাহারে নেই। আপনাদের প্রমাণ দিতে হবে কে অনাহারে আছে। প্রমাণ না দিয়ে কেউ যেতে পারবেন না।এসময় ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদ আসেন। এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য ইউএনওকে একটি অভিযোগের ব্যাপারে প্রশ্ন করলে তিনি ক্ষেপে গিয়ে পীযূষের সঙ্গে তর্কে জড়িয়ে তার দিকে মারমুখি হন।এসময় সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী এবং ইউএনওর হট্টগোল হয়। পরে আধাঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে সাংবাদিকরা ডাকবাংলো থেকে বেরিয়ে আসেন।আজিজুল সঞ্চয়/এফএ/এমএস