দেশজুড়ে

তাড়াশে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে নিহত বাসচালকের পরিচয় পাওয়া যায়নি।  হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি মান্নাননগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা বাসচালক নিহত হন। এ সময় ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাসচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী। এএম/আরআইপি