নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের এগনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উপর শিক্ষক পরিবারের হামলার ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। স্কুলের সহকারী শিক্ষক শাহাদাৎ হোসেনসহ ৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। বুধবার স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রূপা বেগমের বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে হাতিয়ার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) আগামী বছরের ১৯ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চত করেছেন হাতিয়ার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবী ও হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন।এ ঘটনাটি নিয়ে গত মঙ্গলবার একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। এরপর হামলায় আহত শিক্ষার্থী রূপা বেগমের বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, শাহাদাত হোসেনের স্ত্রী শামছুন্নাহার খুকি, বোন লিপি বেগম, আফসার উদ্দিন, নিকসন, আকরাম হোসেন, মহিউদ্দিন ও মাহমুদ উল্যাহ।মামলায় বলা হয়েছে, আসামিরা স্কুলের জায়গা দখল করে একটি ব্রিজ নির্মাণ করায় শিক্ষার্থীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত বেগম, রাহেনা বেগম, মুক্তা বেগম, মুর্শিদা বেগম, শ্রী দেবী রানী দাস, রিকতা আক্তার, সুমাইয়া আক্তার, মহিমা বেগম, সাদিয়াতুল কুবরা, সাদেকুন্নাহার রিয়া এবং রূপা বেগম আহত হয়।মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন, হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহাম্মদ, সিনিয়র আইনজীবী আহমদ করীম, অ্যাডভোকেট ফজূলে আজিম তুহিন, অ্যাডভোকেট আহসান ও অ্যাডভোকেট এমরান উদ্দিন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্কুলের সহকারী শিক্ষক সাহাদাৎ হোসেনের বাড়ি বিদ্যালয়ের লাগোয়া হওয়ায় তিনি ও অন্যান্য ১০-১২টি পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ব্রিজ ও মাঠ ব্যবহার করে যাতায়াত করছেন। হঠাৎ গত শনিবার গভীর রাতে বিদ্যালয়ের দক্ষিণ সীমানায় অপর একটি ব্রিজ নির্মাণ করে মাঠের দক্ষিণাংশের ৭-৮ ফুট জায়গা দখল করে ভিন্ন একটি পথ তৈরি করেন তারা। পরদিন সকালে অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা নির্মিত ব্রিজ ভেঙে দেওয়ার চেষ্টা করলে সাহাদাৎ হোসেন, তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন নাহার খুকী, তার দুই বোন বিউটি ও লিপি অবুঝ ছাত্রীদের উপর দা, বটি ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। এসময় বেশ কয়েক জন ছাত্রী রক্তাক্ত হয়। এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা পরক্ষণেই ওই শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এমএএস/এবিএস