ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকার একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে সেতুর র্যালিং ভেঙে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে পাঠায়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাতে এক ব্যক্তির মৃত্যু হয়। ওসি আরো জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি, তার মরদেহ খাঁটিহাতা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি