দেশজুড়ে

পাঁচবিবিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রাম থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দুইদিন পর তাকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে একই উপজেলার ছাতিনালী গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাকিয়া আক্তার (১৪) পানিয়াল গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে এবং পার্শ্ববর্তী রাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এছাড়া আটক অপহরণকারী শামিম হোসেন (২৫) পানিয়াল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল অভিযোগের সূত্র ধরে জানান, গত ৩০ অক্টোবর সকাল ১০টার দিকে জাকিয়া স্কুলে যাবার পথে বখাটে শামিম হোসেন তাকে জোর করে অপহরণ করে ছাতিনালী গ্রামে নিয়ে যায়। বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা মেয়েটিকে উদ্ধার ও বখাটে শামিমকে আটক করে আওলাই ইউনিয়ন পরিষদে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করেন বলেও সহকারী পুলিশ সুপার (সার্কেল) জানান।এফএ/আরআইপি