দেশজুড়ে

লরি চাপায় জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়ায় লরি চাপায় তানজিলা আক্তার সুমা (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার সুমা (১৩) সকালে সদরের চল্লিশা মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে স্থানীয় সংসদ বাজার এলাকায় তাকে একটি লরি চাপা দেয়।  এ সময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত তানজিলা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে।তানজিলার বাবা আব্দুর রশিদ জাগো নিউজকে জানান, সকাল ৮টার দিকে তানজিলা তৃতীয় দিনের মতো ভাড়ায় চালিত মোটরসাইকেলে তার চাচার সঙ্গে চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি লরি তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানা পুলিশের ওসি দেওয়ান আবু তাহের জাগো নিউজকে জানান, এ ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি। তবে লরিটিকে থানায় আনা হয়েছে।কামাল হোসাইন/আরএআর/আরআইপি