নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাতে হত্যা মামলার পলাতক আসামি আব্দুর রহমানকে (২০) গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১১) সদস্যরা। বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহমান বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের খাসের বাড়ির মফিজ উল্যাহ বাবুলের ছেলে। র্যা ব-১১, সিপিসি-৩, লক্ষীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যা বের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে র্যা ব সদস্যরা উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের খাসের বাড়িতে অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেফতার করে। পরে র্যা বের জিজ্ঞাসাবাদে তিনি জানায়, তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় দায়ের হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলায় আদালতকৃর্তক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘ দিন থেকে পালিয়ে বেড়াচ্ছে। গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।মিজানুর রহমান/এএম/এবিএস