উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শাসক নয় সেবক হয়ে জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। জাগো নিউজের কাছে এভাবেই নিজের অনুভূতির কথা বললেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন।দূরদর্শীতা ও সমন্বয়ের মাধ্যমে ইতোমধ্যে তিনি উপজেলার সামাজিক ও সার্বিক উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। ভিক্ষুক মুক্ত কর্মসূচী ও তাদের স্বাবলম্বী করতে উদ্যোগ গ্রহণ, ইভটিজিং রোধ, মাদক বিরোধী অভিযান, বাল্য বিবাহ দুরীকরণ, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে ফ্যান প্রদান, উপজেলাকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন ভ্যান সরবরাহ, জলাবদ্ধতা মুক্তকরণ, খাল থেকে নেটপাটা অপসারণ, কপোতাক্ষ ভাঙন রোধে তীরে দুই লাখ তালবীজ রোপন, সেটেলমেন্ট অফিসের দুর্নীতি বন্ধ, এসিল্যান্ড অফিসের দালাল চক্র উচ্ছেদ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ নানামুখী পদক্ষেপ গ্রহণে তিনি এখন উপজেলায় আলোচিত ও সাধারণ মানুষের আস্থাভাজনে পরিণত হয়েছেন।বছরের অর্ধেক সময় জলাবদ্ধতায় ডুবে থাকা এলাকার বাসিন্দা ইসলামকাঠি এলাকার কালাম গাজী জাগো নিউজকে জানান, বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকতে হতো। উপজেলা নির্বাহী অফিসার ইসলামকাঠি এলাকার কপোতক্ষ তীরবর্তী খালে নেটপাটা অপসারণ করেছেন। ফলে এ বছর আমাদের পানিতে ডুবে থাকতে হয়নি। তালা সদরের ইমরান হোসেন জানান, নির্বাহী অফিসার ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছগির মিয়ার সমন্বয় থাকায় সমাজের বিভিন্ন ধারনের অপরাধীরা এখন অপরাধ করতে সাহস পাচ্ছে না। এলাকায় জমি দখল, মাদক বিক্রি, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, গ্রেফতার বানিজ্য নেই। নেই চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও রাজনৈতিক অস্থিরতাও।জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম লিটু জানান, আমার ইউনিয়নের মানুষ প্রায় বছর জুড়ে জলাবদ্ধতার কবলে পড়ে সীমাহীন দুর্দশায় জীবন কাঁটাতো। নির্বাহী অফিসার জলবদ্ধতা নিরসনে ভূমিকা রাখায় ইউনিয়বাসী এখন জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। ফেয়ার প্রাইজের কার্ডে কোনো অনিয়ম হয়নি। কোনো অভিযোগ হলেই তিনি সঙ্গে সঙ্গে সংশোধন করতে সংশ্লিষ্ট চেয়ারম্যানের নির্দেশ দিয়েছেন।প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ১৯ মে মো. ফরিদ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে সর্ব সাধারণের উন্নয়নে নানামূখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। ফলে জনমনে প্রশাসনিক আস্থার প্রতিফলন ঘটেছে। থানা পুলিশের ওসি ছগির মিয়াও আইন-শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখছেন।তালা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের স্বাভাবিক রয়েছে উল্লেখ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জাগো নিউজকে জানান, নির্বাহী অফিসার তৎপর। তাছাড়া উপজেলার উন্নয়ন ও জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ প্রশংসার দাবি রাখে। আকরামুল ইসলাম/এফএ/আরআইপি