শিশুশ্রম নিষিদ্ধ। অথচ খোদ প্রাথমিক বিদ্যালয়েই কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটার কাজ করানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।শিশু ছাত্রদের হাতে কোদাল-বেলচা ধরিয়ে দিয়ে মাটি কাটানোর এই দৃশ্য দেখা গেছে পাবনার ঈশ্বরদী উপজেলার আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কাজটি করা হয়েছে রীতিমত ক্লাস বাদ দিয়েই। তাহলে ওই স্কুলে কোন মানসিকতার শিক্ষকদের বসবাস? এমন প্রশ্নই অভিভাবকদের মুখে মুখে। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষিকা তাহমিনা নার্গিস এর কাছে জানতে চাইলে তিনি অকপটে শিশু ছাত্রদের দিয়ে মাটি কাটানোর কথা স্বীকার করে বলেন, স্কুলের বাগান করার জন্য তাদের দিয়ে দুইদিন কাজ করানো হয়েছে। এক গাড়ি মাটি আনার পর সেগুলো বাগানে দেয়ার প্রয়োজন ছিল। এ কাজে লেবার কেনো নিলেন না এমন প্রশ্নের সঠিক কোনো উত্তর তিনি দেননি। এদিকে এভাবে শিশু ছাত্রদের দিয়ে ভারি কাজ করানোর ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকদের মধ্যে তিনজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যান্যদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উলেখ্য, এই স্কুলটি সাঁড়া ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত এবং অনেকেই ছাত্রদের দিয়ে মাটি কাটানোর দৃশ্যটি প্রত্যক্ষ করেছেন। ঘটনা সম্পর্কে শুক্রবার একাধিকবার মুঠোফোনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর