দেশজুড়ে

বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বাহুবলে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোজাম্মেল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার মহিষদুলং গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মোজাম্মেল মহিষদুলং গ্রামের সুনাফর উল্লাহর ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার। এলাকাবাসী জানায়, সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের চৌধুরী বাড়ীর সঙ্গে একটি গাছকে নিয়ে মোজাম্মেল মিয়ার পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মোজাম্মেল মিয়া ওই গাছটি কাটতে গেলে বাধা দেয় চৌধুরী বাড়ীর লোকজন। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত মোজাম্মেলকে প্রথমে বাহুবল হাসপাতাল থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চৌধুরী বাড়ীর লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়।বাহুবল মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, হাসপাতালে নেয়ার পথে একজন মারা গেছে। তবে এ এঘটনায় এখনও কোনো মামলা হয়নি।এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস