শরীয়তপুর শহরে লবণ মাখা এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের আনোয়ার সরদারের বাড়ির সামনের সড়কের পাশে একটি কার্টন দেখতে পায় পথচারীরা। পরে কার্টনটি খুলে এক নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।ছগির হোসেন/এআরএ/এমএস