দেশজুড়ে

নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

নাসিরনগরে হিন্দু পল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক স্কোর বাড়ানোর জন্য বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দেয়া হচ্ছে।শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শনে এসে স্থানীয় গৌরমন্দিরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, গত তিনদিন ধরে আবহাওয়া খুব খারাপ। তিন নম্বর সিগন্যাল চলছে। আগামীকাল হয়তো আপনারা শুনবেন এ জন্য বিএনপি এবং খালেদা জিয়া দায়ী। মানুষের দুঃখ-কষ্ট নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের লোক দেখানো কোনো কর্মকাণ্ড পরিচালনা করার দরকার নেই। ধর্মের কারণে কোনো মানুষ নিপীড়িত হোক এটা আমরা চাই না। হিন্দু পল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তিনি আরো বলেন, কারা নাসিরনগরের ঘটনায় জড়িত তাদের পরিচয় উদ্ঘাটন করা দরকার। শুক্রবার ভোরের হামলার ঘটনাটি কোনো ষড়যন্ত্র কিনা বা রাজনৈতিক কারণ আছে কিনা এটিও তদন্ত করে দেখা দরকার।মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, আমরা সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরাতায় মোটেও সন্তুষ্ট নই। তারা কেবল রাজনৈতিক দলের কর্মীদের খুঁজে বের করে তাদের মিথ্যা মামলায় জড়ানোর কাজে ব্যস্ত। প্রকৃত নাগরিকদের জীবন এবং তাদের ধন-সম্পদ রক্ষায় তাদের তরফ থেকে যথেষ্ট উদ্যোগ নেয়া হয়নি।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত ছাড়া কোনো কিছু বলা ঠিক নয়। তবে নাসিরনগরের ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য ঘটে থাকতে পারে। দেশে যদি জনগণের সরকার থাকতো। তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না।এর আগে দুপুরে মেজর (অব.) হাফিজ উদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির একটি প্রতিনিধি দল নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির সাবেক পানিসম্পদমন্ত্রী গৌতম চক্রবর্তী, রুমি ফারহানা, বিএনপি নেতা একরামুজ্জামান প্রমুখ।আজিজুল সঞ্চয়/এএম/এমএস