হবিগঞ্জের চুনরুঘাটে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে অমৃত মুন্ডা (৩৫) ও জবা মুন্ডা (৩০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।এলাকাবাসী জানায়, সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবা মুন্ডা সকলের অগোচরে বিষপান করে চটফট করতে শুরু করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, স্ত্রী জবা মুন্ডার বিষপানের খবর পেয়ে স্বামী অমৃত মুন্ডাও বিষপান করেন। তাকে বাগানের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অমৃত মুন্ডার ভাই স্বপন মুন্ডা বলেন, কি কারণে তারা বিষপান করেছে, পরিবারের কেউ তা জানে না। এমনকি পরিবারের মধ্যে কোনো ঝামেলাও ছিল না।চুনারুঘাট থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস