দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন পোকাতি মন্দির ভাঙচুরের ঘটনায় নারগুন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান পয়গাম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।  সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। আমরা দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।উল্লেখ্য, শুক্রবার ভোরে দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরের প্রতিমায় অগ্নিসংযোগ করে এবং পাশের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। পরে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।রবিউল এহসান রিপন/এআরএ/এমএস