দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাশে একটি ধানক্ষেত থেকে জজ মিয়া নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।জজ মিয়া উপজেলার মাইজহাটি গ্রামের আফিল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় অমি রাইছ মিলে শ্রমিকের কাজ করতেন।পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বুধবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জজ মিয়া। অনেক খোঁজাখুঁজি করেও  জজ মিয়াকে পাওয়া যাচ্ছিল না। শনিবার স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার পর তার লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।ওসি আরো জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নূর মোহাম্মদ/আরএআর/আরআইপি