দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জেলহাজতে

ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন পোকাতি মন্দিরে ভাঙচুরের ঘটনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান পয়গাম আলীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। শনিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুকান্ত শাহা এই আদেশ দেন।এর আগে সকালে নারগুন পোকাতি কালি মন্দিরের সেবায়েত খোকারাম সরকার বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামি করে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।উল্লেখ্য, গত শুক্রবার ভোরে দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরের প্রতিমায় অগ্নিসংযোগ করে এবং পাশের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে।রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি