দেশজুড়ে

নাসিরনগরে আরো ৯ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে তাণ্ডবের ঘটনায় আরো ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, তাণ্ডবের ঘটনায় দায়ের করা দুইটি মামলায় ওই ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস