দেশজুড়ে

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ছয় ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত গভীর সমুদ্রে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় ট্রলার ৬টি নিখোঁজ হয়। নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি নূর ভানু, এফবি তামান্না, এফবি আবদুল্লাহ, এফবি মেহেরিন, এফবি নুমানা ও এফবি মায়ের দোয়া।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার বিভিন্ন এলাকায়।তিনি আরো জানান, ট্রলার নিখোঁজের খবর তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের পশ্চিম জোনকে জানানো হয়েছে। তারা ফোর্স নিয়ে ট্রলার ও জেলেদের উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/আরআইপি