দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবিতে ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির পৌরভবন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বাধার মুখে পড়ে পৌরভবন থেকে এক কিলোমিটার দূরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে আন্দোলনকারীরা।   রোববার বেলা ১১টার দিকে শহরের ফুড অফিস মোড় থেকে অযৌক্তিক ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির ব্যানারে বর্ধিত ট্যাক্স বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের অংশগ্রহণে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরভবন সংলগ্ন বড় ইন্দারা মোড়ের কাছে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় বড় ইন্দারা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ মিছিলকারীদের পিছু হটতে বাধ্য করলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে সমবেত হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিরোধ কমিটির নেতা সৈয়দ আহমদ বাদশা, মিজানুর রহমান, মনিরুজ্জামান মনির। সমাবেশ থেকে পুলিশি বাধার তীব্র নিন্দা জানানো হয় এবং পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। মোহাঃ আব্দুল্লাহ/এএম/পিআর