সাতক্ষীরার তালার জালালপুর এলাকা থেকে সর্বরোগের চিকিৎসক আলী মোহাম্মদ মুন্নাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন দুই মাসের কারাদণ্ড দেন। তিনি জালালপুর গ্রামের শেখ শওকত আলীর ছেলে।জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, আল্লাহর দান প্রতিষ্ঠান খুলে তিনি সর্বরোগের চিকিৎসা করে দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তবে এতে স্থানীয় কিছু মানুষের প্রশ্রয় রয়েছে। তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জাগো নিউজকে জানান, ৫ বছরের অধিক সময় ধরে মুন্না সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল। বিষয়টি জানার পর তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। আকরামুল ইসলাম/এএম/পিআর