পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজুর সাময়িক বহিষ্কারাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। রোববার দুপুরে বিচারপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফ এর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ স্থগিত আদেশ দেন। বাদী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আমিনুল হক। তাজু তার বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, একই সঙ্গে প্যানেল চেয়ারম্যান-১ মিসেস হাসিনা বেগমকে উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা দেয়ার আদেশটি পূর্ণাঙ্গভাবে বাতিল করেছে হাইকোর্ট বেঞ্চ। প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে দায়েরকৃত মামলায় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজুর বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় গত ১৮ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এবিএস