দেশজুড়ে

কুড়িগ্রামে হোসেন আলী হত্যা মামলার চার্জশিট দাখিল

কুড়িগ্রামে জঙ্গি হামলায় নিহত ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাড়ে সাত মাস পর সোমবার বিকেলে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এম এ ফারুক এই চার্জশিট দাখিল করেন। হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পেনাল কোড ১৮৬০ আইনের ৩০২ ধারায় ১০ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন- জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী, মো. গোলাম রব্বানী ওরফে আবদুল্লা, মো. মাহাবুব হাসান ওরফে মিলন, মো. হাসান ফিরোজ ওরফে মোখলেছ ও মো. আবু নাসির ওরফে রুবেল। দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিারোধী অভিযানে নিহত খায়রুল ইসলাম ওরফে পায়েল ওরফে বাঁধন, মো. শফিউল আলম ওরফে সোহান ওরফে আবু মুকাদিল ওরফে ডন এবং মুহা. নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ওরফে বাশিরকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অপরদিকে বিস্ফোরক আইন ১৯০৮ (সংশোধনী/০২) এর ৩/৪ ও ৬ ধারায় সাত জনের নামে চার্জশিট দেয়া হয়েছে। এরা হলেন- জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী ও মো. গোলাম রব্বানী ওরফে আবদুল্লার নামে চার্জশিট দাখিল করা হয়েছে। মৃত্যুবরণ করায় খায়রুল ইসলাম ওরফে পায়েল ওরফে বাঁধন, মো. শফিউল আলম ওরফে সোহান ওরফে আবু মুকাদিল ওরফে ডন এবং মুহা. নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ওরফে বাশিরকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে আসামী মো. মাহাবুব হাসান ওরফে মিলন, মো. হাসান ফিরোজ ওরফে মোখলেছ ও মো. আবু নাসির ওরফে রুবেলের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় জড়িত থাকার অপরাধ প্রমাণ না পাওয়ায় বিস্ফোরক আইনের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক জানান, আলোচিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় দীর্ঘ তদন্ত শেষে আদালতে পৃথক দুটি চার্জশিট দাখিল করা হয়। হত্যা মামলায় ১০ জনের নামে চার্জশিট দেয়া হলেও মৃত্যুবরণ করায় ৩ জনকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া বিস্ফোরক আইনে সাত জনকে অভিযুক্ত করা হয়। এরমধ্যে ৩ জন মৃত্যুবরণ করায় তাদের অব্যাহতি দেয়া হয়। এ মামলায় অপর ৩ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকেও অব্যাহতি দেয়া হয়। অর্থাৎ পৃথক দুটি চার্জশিটে মোট আসামীর সংখ্যা সাত জন। এরমধ্যে তিন জন আসামি পলাতক রয়েছে। এরা হলেন- জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি এবং রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী।পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ আদালতে চার্জশিট দাখিলের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ দীর্ঘ তদন্তের মধ্যদিয়ে প্রকৃত অপরাধীদের অভিযুক্ত করে রিপোর্ট দাখিল করেছে। এ মামলায় নিরপরাধ, নিরীহ কাউকে জড়ানো হয়নি।গত ২২ মার্চ সকাল ৭টায় প্রাতঃভ্রমণের সময় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে বাড়ী থেকে প্রায় আড়াইশ গজ দূরে আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুড়িগ্রাম-জিগামারী ঘাট পাকা সড়কে জঙ্গিরা কুপিয়ে হত্যা করে। হত্যাকারী তিন যুবক এরপর ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে একটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।নাজমুল হোসাইন/আরএআর/পিআর