রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম দেলশাদ আলী। তিনি রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। বুধবার রাত ৮টার দিকে রাজশাহীর বর্ণালী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন আসছিল। সময় দেলশাদ আলী রেল লাইনের উপর দিয়ে পায়ে হেটে আসছিলেন। তাড়াহুড়া করে দেলশাদ রেল লাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি তাকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার আইডি কার্ড থেকে নিশ্চিত হওয়া গেছে তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তার পুর্ণ ঠিকানা জানা যায়নি।এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাজশাহী কলেজের ছাত্র দেলশাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। এমএএস/পিআর