নোয়াখালীর চাটখিল পৌরসভার ২০১৬-১৭ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারি ১০৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা ও বিএমএর সভাপতি ডা. এম এ নোমান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তফাদার, জেলা যুবলীগ সদস্য মাসুদুর রহমান শিপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কালাম, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন প্রমুখ।মিজানুর রহমান/এআরএ/পিআর