দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবদল নেতা খুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলুকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের নেয়ামতপুর দোলাকান্দির একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বাবলু রাদাপুর গ্রামের হাবিব উল্লাহর (আজগরের) ছেলে।ইউনিয়ন যুবদল সভাপতি আবু সৈয়দ পিন্টু জানান, বুধবার বিকেলে বাবলু বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ তিনি। মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাবলুর মুখে পিস্তল ঢুকিয়ে গুলি করে হত্যা করেছে।লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরজাহান বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিএ/আরআইপি