দেশজুড়ে

খাগড়াছড়িতে পিসিপির সভাপতি আটক

খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি মেনন চাকমাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে মহালছড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।আটক মেনন চাকমা মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামের প্রতিময় চাকমার ছেলে ও মহালছড়ি উপজেলা পিসিপির সভাপতি।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মেনন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস