খেলাধুলা

ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ দল

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার ব্রিসবেনের গ্যাবায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে।তবে ব্রিসবেনের আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশ- অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বুধবার ব্রিসবেনে কয়েক দফায় বৃষ্টি হয়। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ব্রিসবেনে আগামী বৃহস্পতি ও শুক্রবার বজ্র-বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি ম্যাচের দিন শনিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।এমআর/এমএস