দেশজুড়ে

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নগরকান্দা উপজেলার মনোহরপুরে ও সন্ধ্যায় মধুখালীর পরীক্ষিতপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হক কোম্পানীর স্থানীয় বিক্রয় প্রতিনিধি কুষ্টিয়ার অভি (৪০), নগরকান্দার কাইচাইল গ্রামের বাচ্চু মাতুব্বর, বোয়ালমারীর সোতশী গ্রামের বিকাশ মালোর শিশুপত্র অয়ন (০১)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, উপজেলার মনোহরপুর ব্রিজ সংলগ্ন স্থানে ফরিদপুর থেকে মুকসুদপুরগামী স্বপ্নীল পরিবহনের একটি লোকাল বাস ও নগরকান্দা থেকে ফরিদপুরগামী একটি থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুলারের ১০ যাত্রী আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হলে সেখানে দুই জনের মৃত্যু হয়। অভি(৪০) ও বাচ্চু মাতুব্বর(৪৫) মারা যায়।অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর পরীক্ষিতপুর এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় বোয়ালমারী উপজেলার সোতাশী গ্রামের বিকাশ মালোর ছেলে অয়ন। এ ঘটনায় আহত ২০ যাত্রীর মধ্যে গুরুতর তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার জানান, দুর্ঘটনায় নিহত অয়নের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। এছাড়া বাকিদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে।এস.এম. তরুন/এআরএ/এবিএস