মুন্সীগঞ্জ জেলা শহরের হাসপাতাল রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটকের পর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেট লামিয়া সাইফুলের নেতৃত্বে নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার-২ থেকে ভুয়া চিকিৎসক আনিসুর রহমান আনিসকে আটক করা হয়। এ সময় চিকিৎসক হিসেবে কোনো প্রমাণ দেখাতে না পারায় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।আটকের সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট লামিয়া সাইফুল জানান, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস