দেশজুড়ে

অবশেষে সেই ময়লার স্তূপ পরিষ্কার

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজ২৪ ডটকমে সংবাদ প্রকাশের পর শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শরীয়তপুর সরকারি কলেজ ও ৫৭নং ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ডাম্পিং স্টেশনের জমাকৃত ময়লার স্তূপ পরিষ্কার করেছে শরীয়তপুর সদর পৌরসভা কর্তৃপক্ষ।মঙ্গলবার রাতে  ডাম্পিং স্টেশনের জমাকৃত ময়লার স্তূপ পুড়িয়ে দিয়ে মাটি চাপা দেয়া হয়েছে।গত ১৯  অক্টোবর বুধবার জাগো নিউজে ‘ময়লার গন্ধে অতিষ্ঠ পথচারীরা’ শিরোনামে শরীয়তপুর সদর পৌরসভার ডাম্পিং স্টেশনের জমাকৃত ময়লার স্তূপ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়।শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শরীয়তপুর সরকারি কলেজ ও ৫৭নং ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ডাম্পিং স্টেশনের জমাকৃত ময়লার স্তূপের পাশ দিয়ে নিয়মিত যাতায়াত পথচারী ও শিক্ষার্থীদের। ময়লার দুর্গন্ধে বিশেষ করে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।প্রকাশিত সংবাদটি শরীয়তপুর সদর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের দৃষ্টিগোচর হয়। পরে ডাম্পিং স্টেশনের জমাকৃত ময়লার স্তূপ পরিষ্কারের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তে পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয়রা। ছগির হোসেন/আরএআর/পিআর