নাটোর সদর উপজেলার ধরাইল গ্রামের একটি আখখেত থেকে ৩টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে গ্রামবাসী। বুধবার বিকেল ৫টার দিকে এসব বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। সদর উপজেলা কার্যালয় ও এলাকাবাসী জানান, বুধবার বিকেলে নাটোর সদর উপজেলার ধরাইল গ্রামের কৃষক মোয়াজ্জেমের আখের জমিতে আখ কাটতে যায় একই গ্রামের কৃষক আফসার আলীসহ অন্যরা। এ সময় আখের জমিতে ৩টি মেছো বাঘের দেখতে পান। পরে এসব বাচ্চা উদ্ধার করে তার নিজ বাড়িতে রাখেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে নাটোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামানকে খবর দেন। পরে কৃষকের বাড়ি থেকে বাচ্চা ৩টি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।নাটোর বনবিভাগের কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ জানান, বন্যপ্রাণি সংরক্ষণ আইনে পাখী শিকার ও বন্যপ্রাণি মারা অপরাধ। এসব মেছো বাঘ আমাদের ক্ষতি করে না। মানুষ দেখলে এরা ভয়ে পালায়। বাচ্চা ৩টি যেহেতু সুস্থ আছে সেজন্য এগুলোকে নিবিড় পরিচর্যার জন্য বৃহস্পতিবারন রাজশাহীতে পাঠানো হবে। রেজাউল করিম রেজা/এএম/আরআইপি